হারুন-বিপ্লবসহ ২ শতাধিক পুলিশ চাকরি হারাচ্ছেন

স্টাফ রিপোর্টার: চাকরি হারাচ্ছেন দুই শতাধিক পুলিশ সদস্য। তাদের মধ্যে আছেন এক সময়ের দোর্দ- প্রতাপশালী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ। তালিকায় আছেন ডিএমপির প্রভাবশালী যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। যুগ্ম কমিশনার এসএম মেহেদী হাসান, সঞ্জিত কুমার রায়, সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, রওশানুল হক সৈকত, সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ ও ইফতেখার মাহমুদসহ আরও অনেকেই আছেন এই তালিকায়। এদিকে গত ৫ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তাকে এরই মধ্যে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। তারা পুলিশ বিভাগে উচ্চাভিলাষী কর্মকর্তা বলে পরিচিত ছিলেন। পুলিশ সদর দপ্তর ও ডিএমপির সংশ্লিষ্ট বিষয়টি নিশ্চিত করেছে।