হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

স্টাফ রিপোর্টার: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ। বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহণে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় জানানো হয়, ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে। সভায় আরও জানানো হয়, এ বছর বাংলাদেশ ৮৭ হাজার ১০০জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৪৩ হাজার ৫৫০জনকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি ৪৩ হাজার ৫৫০জনকে সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহণ করবে। এ বছর হজযাত্রীদের জন্য ফ্লাইট ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।