খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন বাদামতলায় সড়ক দুর্ঘটনায় আর আর এফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) পুলিশ কনস্টেবল দিপক (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে বাদামতলা পুলিশ টেনিং সেন্টার (পিটিসি) এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপকের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার জোতপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরআরএফ কর্মরত পুলিশ কনস্টেবল দিপক (কঃ নং- ৭৮৮) শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে বাদামতলা থেকে আরআরএফ এর দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান চাপা দিলে কনস্টেবল দিপক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তাকে ধাক্কা দেওয়া মোটরসাইকেলটিও পালিয়ে যায়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার দুজনেই পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’