ডিঙ্গেদহ প্রতিনিধি: নাম আছে গাছ নেই, হায়দারপুর তালবাগান মোড়। এ নামের স্মৃতিকে বাস্তবে ধরে রাখার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার হায়দারপুর তালবাগান মোড়ে তাল গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার হায়দারপুর তালবাগান মোড়ে তালের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় হায়দারপুর যুবসমাজ এ কর্মসূচির আয়োজন করে। পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে যে কর্মসূচি আছে তার মধ্যে বৃক্ষরোপণ একটি বড় গুরুত্বপূর্ণ কর্মসূচি। ব্রিটিশ আমলে বিভিন্ন এলাকায় পিলার পোতা থাকতো এবং সেই পিলারে বজ্রপাত প্রতিরোধে ম্যাগনেট সংযুক্ত করা থাকতো। আমাদের দেশের কিছু অসৎ ও লোভী মানুষ সেই পিলারের ম্যাগনেটগুলো চুরি করে নিয়েছে। ফলে বর্তমানে আমাদের দেশে বজ্রপাতে মানুষের প্রাণহানি বৃদ্ধি পেয়েছে। বজ্রপাতে মানুষের প্রাণহানি রক্ষার জন্য বর্তমান সরকার তালগাছ রোপণের উপর জোর দিয়েছে। তিনি আরও বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশে ২৫ শতাংশ বনভূমি থাকার দরকার। কিন্তু আমাদের দেশে আছে ১৭ শতাংশ। এখনও ৮ শতাংশ বনভূমি দরকার। এছাড়াও গাছ আমাদের পরম বন্ধু। গাছ একদিকে যেমন আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় তেমনি আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনের জন্য আসবাবপত্র ও জ্বালানী দিয়ে থাকে। অপরদিকে গাছ আমাদের ভবিষ্যৎ জীবনের সঞ্চয় হিসেবে কাজ করে। এ জন্য প্রতিটি মানুষের বাড়িতে বা মাঠের পতিত জমিতে গাছ লাগানোর জন্য অনুরোধ জানান। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। সরকারের সকল উদ্যোগকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। হায়দারপুর যুবসমাজের সভাপতি শাকিব বিশ্বাসের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান ও চুয়াডাঙ্গা এনডিসি আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব শাহাজাহান আলি, ইউপি সদস্য আব্দুর রউফ, আজিবার রহমান, যুবসমাজের পক্ষে জাহাঙ্গির জোয়ার্দ্দার, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, ফয়জুল্লাহ, সমাজ সেবক স্বরুপ ম-ল, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুবসমাজের সাধারণ সম্পাদক আমান আলি, সদস্য ফাহাদ, মাহাবুল, আশিপ, রাশিদুল, মামুনসহ এলাকাবাসী।