সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চুয়াডাঙ্গায় দাবি সমাবেশ করেছে যুব ইউনিয়ন

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে চুয়াডাঙ্গায় দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার বেলা ১০টায় বড়বাজার শহীদ হাসান চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব ইউনিয়নের সভাপতি মাসুদ আরিফ মানুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহেদ জামাল। এসময় অন্যান্যের মধ্যে অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, উদীচী চুয়াডাঙ্গা’র সভাপতি জহির রায়হান, অরিন্দম চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উদীচী ডিঙ্গেদহের সভাপতি আব্দুস সাত্তার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাওন কুমার রায়, যুব ইউনিয়ন সদস্য ইরিনা ইয়াসমিন ও বাদশা আলম বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে এ ন্যায়সঙ্গত দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও দাবি করা হয়েছে, শিক্ষিত বেকার ও কর্মহারা ব্যক্তিদের বেকার ভাতা প্রদান করতে হবে। অবিলম্বে সরকার কর্তৃক শিক্ষা ও কর্ম-অভিজ্ঞতার ভিত্তিতে সকল চাকরিপ্রার্থীদের পাবলিক জব রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করতে হবে। সকল পর্যায়ে উপযুক্ত অভিজ্ঞতা সম্পন্ন সক্ষম ব্যক্তিদের যেকোনো বয়সে সরকারি চাকরিতে প্রবেশের বিধান চালু করতে হবে। সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে ঘুষ-দুর্নীতি ও হয়রানিমুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। অবিলম্বে সরকারি প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করতে হবে। অনলাইন ভিত্তিক আবেদন, এডমিট কার্ড, পরীক্ষা, ফলাফল ইত্যাদি প্রক্রিয়া পুরোপুরিভাবে ডিজিটালাইজড করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, শ্রীলঙ্কায় চাকরির প্রবেশের বয়সসীমা ৪৫ বছর, পশ্চিমবাংলায় ৪০ বছর, আমেরিকায় ৬০ বছর বয়সে চাকরিতে প্রবেশের সুযোগ রয়েছে। সেকারণে বিশ্বের বিভিন্ন দেশের সাথে মিল রেখে বাংলাদেশে চাকরির বয়সসীমা ৩৫ বছর করলে জনগণ ও দেশের মানুষ উপকৃত হবে। এ ন্যায়সঙ্গত দাবি অবিলম্বে সরকার মেনে নেবে বলে যুব ইউনিয়নও আশা করে।

 

Comments (0)
Add Comment