ঝিনাইদহ প্রতিনিধি: ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এ স্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর-ভুলুন্দিয়া গ্রামের চাষের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচ গ্রামের দেড় শতাধিক কৃষক জোটের নেতাকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক কৃষক খয়বার ম-ল, সারুটিয়া গ্রাম ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দোহারো গ্রাম কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ম-ল, কৃত্তিনগর গ্রাম কমিটির সাধারণ সম্পাদক ওহাব মল্লিক ও ভুলুন্দিয়া গ্রাম কমিটির সাধারণ সম্পাদক টিপু সুলতানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা বলেন, আউশ মরসুমে ৩২ হাজার হেক্টর জমিতে পানি দেয়ার কথা বলে কৃষকের সাথে প্রতারণা করেছে জিকে সেচ প্রকল্পের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী। আউশ মরসুমে চাষাবাদ না করতে পারলে কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়বে। এছাড়া পানি না পেলে পরর্বতীতে কৃষক সমাজ বৃহৎ আন্দোলনের ডাকসহ উপজেলা জিকে সেচ প্রকল্প অফিস ঘেরাও করার হুঁশিয়ারিও জ্ঞাপন করেন নেতাকর্মীরা।