শৈলকুপায় খালুবাড়ি বেড়াতে গিয়ে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপায় খালু বাড়ি বেড়াতে এসে বাড়ির পাশের ডোবায় পড়ে পরশ (৮) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক এ ঘটনাটি বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকার হাবিবপুর গ্রামে। শিশু পরশ ঝিনাইদহের আরাপপুর এলাকার রাজিব হোসেনের পুত্র। জামাল উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি জানান, ঈদের দিন শিশু পরশ তার পিতা-মাতার সাথে শৈলকুপার হাবিবপুর গ্রামে খালু আমজাদ মন্ডলের বাড়িতে বেড়াতে আসে। এরপর বুধবার সকালে বাড়ি ফেরার আগ মূহুর্তে সে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশের ডোবার পানি থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। পরিবারের সদস্যরা জানান ডোবার পানিতে একটি বাতাবীলেবু পড়ে ছিল, সেটি কুড়াতে দিয়ে হয়তো ডুবে তার মৃত্যু হয়েছে। শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ কনক জানান শৈলকুপার পৌর এলাকার হাবিবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

Comments (0)
Add Comment