শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা – কোটি তরুণের প্রজ্জ্বলিত শিখা শেখ কামাল

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং তার জীবন ও কর্ম নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় ৭৫ এর আগস্ট ট্র্যাজেডি। দেশের ইতিহাসে শেখ কামালের বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি আজকে লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে।’ শহীদ শেখ কামাল তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে থাকবেন। বাংলাদেশের ইতিহাসে শেখ কামালের বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি। আজকে লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্জলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবেন। বক্তারা বলেন, শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক এবং বহুমুখি প্রতিভার অধিকারী। শেখ কামাল বেঁচে থাকলে হয়তো বর্তমান বাংলাদেশ যুব, ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গণ আরও আধুনিক ও প্রগতিশীল অবস্থানে থাকতো। বঙ্গবন্ধু পরিবারে জন্মগ্রহণ করেও তিনি সাধারণ জীবনযাপন করতেন। শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটার ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সংগঠক। বক্তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হন। এই আলোকিত স্বপ্নবান মানুষটির জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।
চুয়াডাঙ্গায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে অবস্থিত শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের নেতৃত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া আফরীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, নেজরত ডেপুটি কালেক্টর সবুজ কুমার বসাক, সহকারী কমিশনার ফিরোজ হোসেন, সহকারী কমিশনার হাবিবুর রহমান, সহকারী কমিশনার জাকির হোসেন। পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা পৌরসভা, যুব উন্নয়ন, সমাজসেবা অধিদফতর, তুলা উন্নয়ন বোর্ডের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। একই স্থানে ১০টা ৪০ মিনিটে যুব উন্নয়নের পক্ষে যুবকদের মাঝে চারাগাছ বিতরণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন।
শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের বাসভবনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা কৃষকলীগের সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সহসভাপতি আক্তার হোসেন সদর উপজেলার আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহব্বায়ক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা শ্রমিক লীগের সহসভাপতি মনিরুজ্জামান মনি, যুগ্মসাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, পৌর শ্রমিক লীগের সভাপতি ইয়ানবি। সার্বিক সহোযোগিতায় ছিলেন ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম টোকন।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় যুবলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। আলোচনাসভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জাফরপুর জামে মসজিদের পেশইমাম ওমর ফারুক। জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য আলমগীর আজম খোকা, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবু মুসা, যুবলীগ নেতা দরুদ, আল ইমরান শুভ, মাসুদুর রহমান মাসুম শেখ সাহি, বিপ্লব হোসেন, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, লোকমান, শেখ রাসেল, আল নোমান, পিয়াস, আসাদ, শেখ আনোয়ার, ইমরান, সাকিব, রেজাউল, জাহাঙ্গীর, কাফি, নাঈম, বাচ্চু, জামাল, নুরু, প্রমুখ।
অপরদিকে, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। এসেছে পল্লীর শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এ সেøাগানে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিআরডিবিভুক্ত সমিতির ১২ জন সদস্যের মধ্যে ১৯ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ব্যবসায়িক ক্ষয়ক্ষতি পুষিয়ে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে বিআরডিবি’র মাধ্যমে মাত্র ৪ ভাগ সুদে ২ বছর মেয়াদী এই এসএমই ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার উপপরিচালক (চ.দা.) একেএম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভীন।
এদিকে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গার আদর্শ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দুপুর ১২টায় মনমিলা গার্ডেনে আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে জাফরপুরস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন জাতের ১০টি ফলজ বৃক্ষের চারা গাছ রোপণ করে। পরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন গাজী। বিশেষ অতিথি যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডিপিসি নাজমুল কবির, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ যুব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল কাদির সোহান। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, সংগঠনের নির্বাহী প্রধান আশাদুজ্জামান শাকিল ও জীবণতরী যুব সংঘের নির্বাহী পরিচালক আব্দুল করিম প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্তুতিসভা ও শেখ কামালের জন্মদিন পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জন্মদিন পালন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবীর, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
অপরদিকে আলমডাঙ্গায় আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত হয়েছে। ৫ আগস্ট সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনাসভা, দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মহসিন কামাল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সহসভাপতি জাহিদ হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের অর্থসম্পাদক আলম হোসেন, কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক হাসানুজ্জামান হাসান, ছাত্রলীগ নেতা টিটন, যুবলীগ নেতা জহুর”ল ইসলাম প্রমুখ।
আলোচনাসভা শেষে দোয়া পরিচালনা করেন পুরাতন বড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুন। পরে কেক কেটে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত করেন দলীয় নেতাকর্মীরা।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। দর্শনা পৌর আ.লীগের সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাজি শহিদুল ইসলাম, গোলাম ফারুক আরিফ, হাজি জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, শফিকুল আলম, মোমিনুল ইসলাম, আব্দুর রফিক কাবি, নেফাউর রহমান মন্টু, আব্দুল গফুর, কামাল উদ্দিন আহমেদ সান্টু, বিল্লাল হোসেন, ফয়সাল, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহসভাপতি সোলায়মান কবির, সহসম্পাদক আব্দুল মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, অপু সরকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার ইসহাক আলী, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সম্পাদক এসএএম জাকারিয়া আলম, আজিজুল হক, জেলা পরিষদের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজি আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড, দামুড়হুদা উপজেলা পরিষদ-প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা দামুড়হুদা, দামুড়হুদা প্রেসক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ দামুড়হুদা সদর ইউনিয়ন শাখা, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, গাছের চারা বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা চিৎলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনাসভা, দোয়ার মাহফিল, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভালাইপুর মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইন্তাদুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুবলীগ কেন্দ্রীয় নেতা জুবায়ের আহমেদ সাব্বির। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রশীদ মেম, সাধারণ সম্পাদক নাসির শেখ, মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রানা আহম্মেদ, আওয়ামী লীগ নেতা হোসেন আলী কালু, আব্দুর রহিম, জহুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মুনজুর রহমান, যুবলীগ নেতা স্বজল খন্দকার, মাহবুবুল হক টিটু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা সাইদুর রহমান।
অপরদিকে, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে। আলোচনাসভায় সভাপতিত্ব করেন চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল বাতেন। উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন দিপু, আবু সিদ্দিক, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, লালটু হোসেন, আব্দুল্লাহ, আব্দুস সাত্তার, আব্দুল মালেক, জাহিদ হোসেন, কাওছার আহমেদ, মোখলেছুর রহমান, আতাউর রহমান, রবিউল ইসলাম ঝন্টু, মহাসিন আলী, মজিবুর রহমান, কামরুজ্জামান বাবু, জুলফিকার আলী ভুট্টো, শফিকুল ইসলাম, গনি মোল্লা, আহসান আলী, ইসমাঈল হোসেন, আব্দুল হান্নান, রাজিব হাসান, সোহেল শাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। দোয়া পরিচালনা করেন শাহ আনোয়ার হোসেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর নানা আয়োজনে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, তার জীবন আদর্শ নিয়ে আলোচনাসভা, জেলার সকল মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের খাবার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মেহেরপুর প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের পক্ষে সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, পিপি এডভোকেট পল্লব ভট্টাচার্য, পৌরসভা ও জেলা যুবলীগের পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা চেয়ারম্যান অ্যাড ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তর সরকারি কলেজ, মহিলা কলেজ, মেহেরপুর জেনারেল হাসপাতাল, শিক্ষা অফিস, মেহেরপুর ক্লাব, মহিলা আওয়ামী লীগ, জেলা আনসার ও ভিডিপি অফিস, ফায়ার সার্ভিস, মৎস্য অফিসসহ জেলার প্রতিটি দপ্তরের পক্ষে হতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর কমিউনিটি সেন্টারের সামনে জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় দেয় শতাধিক পথচারী অটোচালক রিকশাচালকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা আব্দুল আল মামুন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজাদুর রহমান সাজু, ইউনুস আলী, মাহবুব হাসান ডালিম, শেখ সারাফত, সাইদুর রহমান উজ্জল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা ও যুবলীগের নেতাকর্মীরা।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, শেখ কামালের জন্মবার্ষিকী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন মুজিবনগর। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মুজিবনগর উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতি পুষ্পস্তবক অর্পণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। পরে মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা হলরুমে আলোচনাসভা, গাছের চারা বিতারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব।

Comments (0)
Add Comment