শতাধিক দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসে চরম দূর্যোগের মধ্যে পড়েছে দিনমজুর মানুষগুলো। এমন পরিস্থিতিতে অসহায় দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। বুধবার চুয়াডাঙ্গা শহরের সিএ্যান্ডবিপাড়াসহ পৌর এলাকার বেশ কয়েকটি মহল্লায় জেলা ছাত্রদলের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু বিতরণ করা হয়।

এই খাদ্যসামগ্রী বিতরণকালে সামাজিক দূত্বে মেনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা, সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আশিকুল হক শিপুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হাসান মালিক সজীব ও যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা দেশের এই দূর্যোগকালে দিনমজুর, খেটে-খাওয়া ও অসহায় দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সাথে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের এ ধরণের প্রচেষ্টা আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।

উল্লেখ্য, খাদ্যসামগ্রী বিতরণের সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।

 

সম্পাদনায়, আলম আশরাফ

Comments (0)
Add Comment