স্টাফ রিপোর্টার: মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় এক শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিজিবির এক সদস্যসহ আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূল এলাকা থেকে ভেসে আসা লাশগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন শিশু এবং তিনজন নারী রয়েছেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকায় সাগরে ভাসতে দেখে বিজিবির সদস্যরা সেটি থামানোর সংকেত দেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন মাছ ধরার নৌকায় করে শাকের মাঝির নেতৃত্বে মাঝিমাল্লারা রোহিঙ্গা বহনকারী নৌকাটির কাছে যান। বিজিবির একজন সদস্য নৌকাটিতে উঠলে উত্তাল সাগরের ঢেউয়ে সেটি ডুবে যায়।