কুষ্টিয়া প্রতিনিধি: বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলায় দেয়া আদালতে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আবরারের মা রোকেয়া খাতুন এবং ছোট ভাই আবরার ফায়াজ। বুধবার আদালতের রায় শোনার পরে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাসায় আবরারের মা রোকেয়া খাতুন এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
রোকেয়া খাতুন জানান, ‘আদলত যে রায় দিয়েছেন আমরা সন্তোষ প্রকাশ করছি সেই সাথে এ রায় দ্রুত কার্যকরের দাবী করছি।’ তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম প্রত্যেক আসামিকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি। যে ২০জনকে আদালত ফাঁসির আদেশ দিয়েছেন এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন এতে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। সেই সাথে অমিত সাহার ফাঁসি চাই।’ তিনি আরো বলেন, ‘যেদিন এ রায় কার্যকর হবে সেদিন সেদিন আমরা ভাববো আমরা বিচার পেয়েছি।’ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ বালেন, ‘এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। সেই সাথে এখনো আমরা রায় পুরোটা দেখিনি। সেটা পর্যালচনা করে পরে জানাতে পারবো যে এ রায় নিয়ে পরবর্তীতে কি পদক্ষেপ আমরা নিবো।’
উল্লেখ্য ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের একটি কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আবরারকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা। ২০১৯ সালের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ হত্যা মামলায় ২০ জনকে ফাঁসি এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন।