স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া রংপুরে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভার্সিটি শিক্ষার্থীসহ ২ জন, গোপালগঞ্জের মুকসুদপুরে ২ জন, হবিগঞ্জের নবীগঞ্জে মাইক্রোবাস চালক, চাঁদপুরের ইসলামী বক্তা নারায়ণগঞ্জে, মাগুরার মহম্মদপুরে যুবক এবং চুয়াডাঙ্গায় শিশু নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ভারতীয় নাগরিকসহ তিনজন নিহত হয়েছে। তারা হলেন, কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার রামপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৩), উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল সাতপাড়া গ্রামের বোরহান মিয়ার ছেলে পায়েল মিয়া (২১) এবং ভারতের ত্রিপুরা রাজ্যের মিয়াপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে আমজাদ হোসেন (২৫)। আহত মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সহিদ মিয়ার ছেলে হাসান মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়।
রংপুর: নগরীতে ট্রাকচাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু শিমুল (২৮) ও সোহেল রানা (৩০)। ঢাকা-রংপুর মহাসড়কের মডার্ন মোড়ের বারো আউলিয়ায় শুক্রবার দুুপুরে এ দুর্ঘটনা ঘটে। শিমুল রংপুর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের নাজিরদিগর গ্রামের ও সোহেল দর্শনা মোড় এলাকার বাসিন্দা। দুই বন্ধু মোটরসাইকেলে মিঠাপুকুরের দিকে যাচ্ছিল।
চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দুই মোটরসাইকেল আরোহীর। কাপ্তাই সড়কের উপজেলার ইছাখালী জেলেপাড়া এলাকায় বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. মামুন (২৪) উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে ও মো. সাইয়িদ আব্দুল্লাহ (২০) রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পাঠানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিল তারা। আগামী মাসে বিদেশ যাওয়ার কথা ছিলো মামুনের। আর চট্টগ্রামের ইসলামিক ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ।
মাদারীপুর: মুকসুদপুরে পাথরবোঝাই ট্রাক গাছের ধাক্কা খেয়ে উল্টে নিহতরা হলো- চালক সজীব মৃধা (২৩) ও শ্রমিক শাহিন (২৫)। সজীব কুষ্টিয়ার ফুকসা এলাকার মুছা মৃধার ছেলে ও শাহিন ঝিনাইদদের মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুক ছেলে। ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং সেতুর কাছে বৃহস্পতিবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় নিহত মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম (৩০) সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার পাকিজা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ-মুগড়াপাড়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান চাঁদপুরী। সিলেট থেকে মাহফিলের বয়ান শেষে মুন্সীগঞ্জের মিয়াপাড়া এলাকায় নিজ বাসায় ফেরার পথে বৃহস্পতিবার মধ্যরাতে তিনি দুর্ঘটনার শিকার হন।
মাগুরা: মহম্মদপুরে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত বানায় শেখ (৪৫) মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামের বাসিন্দা। উপজেলার শ্যামনগর কুড়াধোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহিকৃষ্ণপুর গ্রামে শুক্রবার সকালে পাওয়ারটিলার চাপায় নিহত রিজভী (৪) ওই গ্রামের ওসমান গনির ছেলে। আখবোঝাই পাওয়ারটিলার থেকে আখ নিতে গিয়ে সে চাপা পড়ে।