মোবারকগঞ্জ চিনিকলে সিবিএ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার : ৫ জানুয়ারি নির্বাচন

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা গেছে, নির্বাচন স্থগিত আদেশের ফলে শ্রমিক অসন্তোষ এবং চলমান উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়ায় স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে। মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, বিভাগীয় শ্রম আদালত রাজশাহী এর বিজ্ঞ আইনজীবীর আইনি মতামত, বিএসএফআইসি সদর দপ্তরের মৌখিক পরামর্শ এবং নির্বাচন পরিচালনা কমিটির ৩য় অধিবেশনের সিদ্ধান্তে সাধারণ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে ।
উল্লেখ্য ১ জানুয়ারি মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহাব্যবস্থাপক (অর্থ) হিরন্ময় বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিত আদেশ প্রত্যাহার ও পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি ভোট গ্রহণের বিষয়টি জানানো হয়। এর আগে গত ৩০ ডিসেম্বর মোচিক/এমডিসেল-০৭/২৩৬২ সূত্র মোতাবেক মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ স্থগিত আদেশ দেয়া হয়েছিল।