মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে সম্পন্ন হলো শতঘন্টার মুজিবচর্চা অনুষ্টানের সংকলন প্রকাশনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন- পড়ার বইয়ের বাইরে বিভিন্ন ধরণের বই পড়তে হবে। প্রকৃত মানুষ হতে হলে পড়ার বইয়ের বাইরের বইকেও সমগুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে তিনি অভিভাবকদেরও এগিয়ে আসার আহবান জানান। তিনি শনিবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে মুজিববর্ষে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও স্বাধীনতার স্বপ্ন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শতঘন্টার মুজিবচর্চা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সেরা উক্তি সংকলিত প্রকাশনা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বঙ্গবন্ধুকে জানতে মেহেরপুরের ৬ষ্ট থেকে ১০ম শ্রেণীর ৯৮ হাজার শিক্ষার্থীর মাঝে এই বই বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে কার্যালয় থেকে এই র্ভাচুয়াল সভায় মেহেরপুর সহ সারাদেশ থেকে সহ¯্রাধিক বিশিষ্ট ব্যাক্তি ও শিক্ষার্থী এই সভায় অংশ নেন।
সম্মানিত অতিথি ছিলেন মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চার মূখ্য উপদেষ্টা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, খুলনা বিভাগীয় কমিশিনার এনডিসি ইসমাইল হোসেন, জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি প্রমূখ।
অনুষ্টানে নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট স¤্রাট সাংসদ মাশরাফি বিন মতুর্জা বলেন- বঙ্গবন্ধু খেলাধুলা করতেন। সেখান থেকেই বঙ্গবন্ধু নের্তৃত্ব তৈরী করেছেন। তাই পড়ার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে।
মেহেরপুর-১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন- বঙ্গবন্ধুর জীবন আদর্শ বুকের মধ্যে ধারণ না করলে ভালো মানুষ ভালো নেতা হওয়া যাবে না। তাই বঙ্গবন্ধুর লেখা তিনটি বই প্রতিটি শিক্ষার্থীর পড়া উচিৎ। আলোচনায় সাবেক সচিব কামাল আহমেদ নাসের চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি, মেহেরপুর-২ এমপি সাহিদুজ্জামান খোকন বক্তব্য দেন।
“মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা ভার্চয়াল এই অনুষ্ঠানটিকে ভাগ করা হয়েছে কয়েকটি পর্বে। প্রতিটি পর্বে যুক্ত হচ্ছে দেশে ব্যক্তি খ্যাতিমান, লেখক, সাহিত্যিক, মুজিববর্ষ উপলক্ষ্যে শতঘন্টার মুজিবচর্চা আয়োজনে জাতীয় সংসদের স্পিকার, সরকারের উপদেষ্টামন্ডলী, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, দেশের বরেণ্য শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি সাহিত্যিক, সাংবাদিক এই র্ভাচুয়াল সভায় অংশ নিয়ে বঙ্গবন্ধু সম্পর্কে তাদের আলোচনা নতুন প্রজন্মের কাছে তুরে ধরেন। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নের উত্তরপর্ব পেয়ে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী।