মেহেরপুর অফিস: মুখে মাস্ক ব্যবহার না করাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা না করার জন্য ৬ জনকে জরিমানা করেছেন মেহেরপুর জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এদিন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের নতুন মদনাডাঙ্গা এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ওই সময় সামাজিক দূরত্ব মেনে না চলা ও মাস্ক ব্যবহার না করে গ্রামে ঘুরে বেড়াবার অভিযোগে ৬ যুবককে আটক করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।