স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীর বাঁধাকপি দেশের গণ্ডি পেরিয়ে রফতানি হচ্ছে দেশের বাইরে। এ বছর ৭৫ একর বাঁধাকপির জমি হতে ইতোমধ্যে ৭০০ মে.টন বাঁধাকপি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং তাইওয়ানে রফতানি করা হয়েছে। মান ভালো হওয়ায় আরও চাহিদার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে নিরাপদভাবে সবজি উৎপাদনের সকল কার্যক্রম চলমান রয়েছে। সাহারবাটি গ্রামের বাঁধাকপি চাষি হাসিবুর রহমান হিটু বলেন, বর্তমানে ১ বিঘা বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫-২০ হাজার টাকায়। সেখানে আমরা ৪৫-৫০ হাজার টাকায় বিক্রি করতে পারছি। এটি আমাদের জন্য লাভজনক। গতকাল বুধবার জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ বাঁধাকপির মাঠ পরিদর্শন করেন। উপজেলা কৃষি অফিসার কে. এম. শাহাবুদ্দিন আহমেদ বলেন, বাঁধাকপি বিদেশে পাঠানো হচ্ছে এটি কৃষক ও কৃষি বিভাগের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা নিরাপদভাবে ফসল উৎপাদনের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। মাঠ পরিদর্শনকালে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং বর্তমান কৃষিবান্ধব সরকারের গৃহীত নানা পদক্ষেপ নিয়ে উপস্থিত কৃষকদের সাথে মতবিনিময় করেন। কৃষি ও কৃষকের স্বার্থে দেশের উন্নয়নে এ ধরনের ইতিবাচক উদ্যোগকে সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্য অভিমত ব্যক্ত করেন।