মেহেরপুর অফিস: মেহেরপুরের আশরাফপুর গ্রামের রাস্তার ধারে নির্মানাধীন ঘরের মধ্যে অজ্ঞাত এক মহিলার (৪০) লাশ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয়রা লাশ দেখে পাশর্^বর্তী সাহেবপুর আইসি ক্যাম্প পুলিশে খবর দেয়।
স্থানীয় সাহেবপুর আইসি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই নূর নবী বলেন, মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর কারখানাপাড়ায় রাস্তার পাশের একটি নির্মানাধীন ঘরের মধ্যে উপুড় হয়ে থাকা এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে মহিলা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং ধর্ষণের কোনো আলামত নেই। তারপরও মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আহসান হাবিবসহ নারী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সুরতহাল রিপোর্ট গ্রহণ শেষে লাশের ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খাঁন জানান, লাশের ময়না তদন্ত শেষে জেলা প্রশাসনের সাথে পরামর্শ করে লাশ আশরাফপুর কবরস্থান কমিটির নিকট হস্তান্তর করা হয়। এদিন বিকেলে লাশ আশরাফপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।