স্টাফ রিপোর্টার: ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে আবেদন শুরু হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আর অনলাইন আবেদনের ফি আগামী ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেয়া যাবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেয়া শুরু হবে ৬ মার্চ। চলবে ৭ মার্চ পর্যন্ত। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন জানান, আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিক্যালে ভর্তির জন্য বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালা-২০২৩ অনুযায়ী অনলাইনে নির্ধারিত সময়ে আবেদন করা যাবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।