মুজিবনগর সীমান্ত দিয়ে ১৫জনকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ

দালালের খপ্পরে ও অবৈধপথে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক

মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ১৫জনকে ঠেলে (পুশব্যাক) বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত পরশু মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পুশব্যাক হওয়া এক ব্যক্তি বলেন, ২০১৮ সালের শুরুর দিকে দালালের খপ্পরে পড়ে সংযুক্ত আরব-আমিরাতে যাওয়ার লক্ষ্যে ভারতে যান তিনি। ভারতের তামিলনাড়ুতে একটি বহুতল ভবন নির্মাণকাজে লাগিয়ে দালাল চক্র লাপাত্তা হয়ে যায়। এরপর থেকে সেখানে অল্প বেতনে কাজ করছিলেন। গত বছরে জুলাই মাসে ভারতীয় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তিনি ভারতে কারাবন্দী ছিলেন। অপর ব্যক্তি বলেন, একটু ভালো বেতনের আশায় কাঁটাতারের বেড়া পার হয়ে ছেলেসহ ভারতে প্রবেশ করেছিলেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজও করেছেন। হঠাৎ একদিন পুলিশ এসে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। এর পর থেকে তারা কারাগারে ছিলেন। মুজিবনগর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতে অনুপ্রবেশের দায়ে ওই ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছিল। সাজা ভোগ শেষে তাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগার থেকে নদিয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে মঙ্গলবার দিবাগত রাতে মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠানো হয়েছে। সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করেন। পরে বুধবার সকালে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যের পথে রওনা হন তারা। বিষয়টি পুলিশ টের পাওয়ার আগেই তারা সীমান্ত এলাকা ছেড়ে চলে যান। তবে তাদের ধরতে পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ১৫ জনের একটি দলকে বিএসএফ সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এলাকায় তল্লাশি চলছে। যে কয়জনের নাম-ঠিকানা পাওয়া গেছে, তাদের এলাকার সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।