মুজিবনগরে ঐতিহাসিক ১৭ এপ্রিলকে ঘিরে এবারের আয়োজন

চলছে ধোয়া মোছার কাজ : চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মুজিবনগর প্রতিনিধি: আগামীকাল ১৭ এপ্রিল, মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় দিনটি অবিস্মরণীয়। এদিন মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাতলার আম বাগানে (বর্তমানে মুজিবনগর) শপথ গ্রহণ করেন যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার বা প্রবাসি সরকার। দেয়া হয় গার্ড অব অনার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। এ সরকারের নেতৃত্বে ৯ মাস যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। দিনটিকে ঘিরে আমবাগানের সৌন্দযর্ বৃদ্ধি এবং স্মৃতিসৌধের ধোয়া মোছার কাজ চলছে। আগামীকাল ১৭ এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পতাকা উত্তোলন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারক ই আজম। এর পরে তিনি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ শেষে গার্ড অব অনার গ্রহণ করবেন। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন উপদেষ্টার আগমনে নানা ব্যবস্থা গ্রহণ করছে।
মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম পিপিএম বলেন, বিষয়টি সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থার মধ্যে আনা হয়েছে। দিনটিকে ঘরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোটা এলাকা নিরাপত্তার বেষ্টনিতে সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশ সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
আয়োজন সম্পর্কে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটি টিম ঢাকা থেকে আসবেন। জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করা হবে। উপদেষ্টার পুষ্পার্ঘ অর্পনের পর বিভিন্ন শ্রেণি পেশার তৃণমূল মানুষ এখানে পুষ্পার্ঘ অর্পণ করবেন।
প্রসঙ্গত, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস হিসেবে দিনটি পালন করে আসছে আওয়ামী লীগ। পাশাপাশি জেলা প্রশাসন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আলোচনা সভা ও জমকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই এসব অনুষ্ঠান থাকছে না।