ঝিনাইদহ প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানে করোনা ভাইরাসের তীব্রতা ও করনীয় সম্পর্কে সচেতন করতে ও ভয়াবহ করোনা ভাইরাসের ছোবলে কর্মহীন নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষের মধ্যে যখনি ব্যাপক ভাবে খাদ্য সামগ্রী প্রয়োজন হয়ে পড়েছে ঠিক তখনই ২রা মে শনিবার দুপুরে ঝিনাইদহের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকার অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে শারীরিক দুরত্ব বজায় রেখে ঝিনাইদহ “ন্যাশনাল প্রেস সোসাইটি” গনমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও চিনি সহ অন্যান্য খাদ্য সহায়তা এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এসময় ন্যাশনাল প্রেস সোসাইটি গনমাধ্যমে ও মানবাধিকার সংস্থা (এনপিএস) এর জেলা সভাপতি ইউনুস আলি জোয়ার্দার। এনপিএস’র সহ সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক জাহিদুর রহমান তারিক, আব্দুল্লাহ আল মামুন ও পিকু আমিরুল ইসলাম। সে সময় এনপিএস’র সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এর বিএম রাজিব হাসান বলেন করোনা ভাইরাস জনিত কারনে ঘরে থাকা নি¤œ আয়ের মানুষদের মাঝে এনপিএস’র পক্ষ থেকে সর্বদা খাদ্য বিতরন অব্যাহত আছে ও থাকবে। তিনি আরো বলেন আসুন আমরা দ্বিধা দ্বন্দ ভুলে সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আসুন আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেনীর মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি। পর্যায়ক্রমে আরো মানুষের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানিয়েছেন বিএম রাজিব হাসান। এসময় ন্যাশনাল প্রেস সোসাইটি গনমাধ্যমে ও মানবাধিকার সংস্থা (এনপিএস) এর জেলা সংগঠনের সহ সভাপতি সাংবাদিক জাহিদুর রহমান তারিক সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে ঝিনাইদহ জেলাকে এখনই লকডাউন করতে জেলা প্রশাসক মহোদয় বরাবর জোর দাবী জানিয়ে বলেন ভয়াবহ করোনা ভাইরাস মহামারী থেকে নিজেদের সুরক্ষা করতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা সবাই চলব। আমরা ঘরে থাকব, বাইরে যাব না আর শারীরিক দুরত্ব বজায় রাখব। জাহিদুর রহমান তারিক। খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ কালে সার্বিক তত্বাবধান করেন বি এম রাজিব হাসান রাজু, সদর উপজেলা আহবায়ক মামুনুর রশিদ ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব। এছাড়া উক্ত সংগঠনটির নেতৃবৃন্দদের নিয়ে বিএম রাজিব হাসান রাজু বাড়ি বাড়ি খাবার পৌছায় দেন। সংগঠনটি জেলার অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে নিয়মিত বিরামহীন খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছেন। ভয়াবহ করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষের মধ্যে ধারাবাহিক ভাবে এসময় ন্যাশনাল প্রেস সোসাইটি গনমাধ্যমে ও মানবাধিকার সংস্থা (এনপিএস) এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগকে জেলার বিভিন্ন শ্রেনীর রাজনীতিবিদ, ব্যাক্তি, মহল ও প্রতিষ্ঠান স্বাগত জানিয়েছেন।