মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক আটক 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দু’জন নারীসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার (১৯ মার্চ) ভোর ৩টার দিকে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন। আটক বাংলাদেশি নাগরিক নয়ন সরকার (২২) হলেন মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মোবারেকপুর গ্রামের অসিত কুমাররের ছেলে। তার সঙ্গে থাকা দুই নারীকেও আটক করা হয়েছে। ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১৯ মার্চ) ভোর তিনটার দিকে বিজিবি বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার ৬০/১৪ থেকে ২০০ গজের মধ্যে উপজেলার পলিয়ানপুর বিওপির অধীনস্ত মো. সাইফুল ইসলামের বাড়ির পাশের কলাবাগানে অভিযান চালায়। এ সময় তারা নয়ন সরকারকে আটক করতে সক্ষম হয়। আটক এ বাংলাদেশি নাগরিককে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।