মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তে দিয়ে অবৈধভাবে ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করার সময় মহেশপুর ৫৮-বিজিবির হাতে আটক। মহেশপুর থানা সূত্রে প্রকাশ, বুধবার সকালে ভারতীয় নাগরিককে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। বিজিবি দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে খোসালপুর বিওপির নায়েব সুবেদার আলমগীর হোসেন বাদী হয়ে মঙ্গলবার মহেশপুর থানায় একটি মামলা করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়। উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারতীয় নাগরিক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় পশ্চিমবঙ্গের, উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার গৈপুর উত্তরপাড়ার গ্রামে দেবু দাসের ছেলে অপু দাসকে (৪৮) ৫৮-বিজিবি আটক করেছে। এ বিষয়ে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে মহেশপুর থানার এসআই আসাদের সাথে কথা বললে তিনি বলেন, আসামিকে বুধবার সকালে আইনের প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।