মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে ইছামতি নদী থেকে এক অজ্ঞাত নারীর লাশ ৫৮ বিজিবির মাধ্যমে উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহীন আজাদ জানান, মঙ্গলবার বিকেলে জিনজিরাপাড়ার ঘোনার মাঠ ৬০ নম্বর মেইন পিলার আরএস পিলার ৬০ এর নিকটবর্তী ইছামতি নদীতে এক অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহে মর্গে পাঠায়। ৫৮ বিজিবি’র অধিনায়ক আরো জানান, লাশটি আরো কয়েকদিন আগের হবে। লাশে পচন ধরেছে। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

উজ্জ্বল মাসুদ/এআর

Comments (0)
Add Comment