মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপেজলার পুড়াপাড়া বাজারের নিকটবর্তী স্থানে তেলের পাম্পের সামনে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়। এলাকাবাসী জানিয়েছে, মোটরসাইকেল চালক পাম্পে তেল নিতে যাচ্ছিলেন। এমন সময় ট্রাকটি বিপরীত দিক থেকে এসে ধাক্কা দিলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।