মহেশপুর প্রতিনিধি: গতকাল শনিবার সকালে মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল।
মহেশপুর গোডাউন মোড়ে এ উপলক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল। প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক সবারই স্বপ্ন ছিলো যা বাস্তবায়িত হতে যাচ্ছে। উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, আপনাদের নামই এখানে স্থান পাবে, অন্য কারো সুযোগ নেই। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, মুক্তিযুদ্ধে যুদ্ধকালীন কমান্ডার ফয়জুর রহমান চৌধুরী, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ নিজাম উদ্দিন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ আবু সুফিয়ান।