মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে দালালসহ আটক ২২

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ২২ জনকে আটক করা হয়েছে। সোমবার ভোরে ৫৮ বিজিবি তাদেরকে আটক করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সূত্রে অভিযান চালিয়ে ৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপি’র টহল টল উপজেলার কানাইডাঙ্গা মাঠ থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছে নারী ৬ জন, শিশু ১০ জন এবং দালালসহ পুরুষ ৬ জন। আটককৃতরা জানায়, তাদের বাড়ি গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলায়। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment