ভয় নেই আমরা আপনাদের পাশে আছি : পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটের বন্যাকবলিত এলাকাগুলোয় পানিবন্দি থাকাদের নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, উদ্ধারে নৌকা ও স্পিডবোট পাঠানো হচ্ছে। শুক্রবার ডক্টর মোমেন তার ভেরিফায়েড ফেসবুক লাইভ থেকে এক ভিডিও বার্তায় বলেন, ‘অনেকেই পানিবন্দি হয়ে আছেন। তাদের উদ্ধারে আমরা আর্মি নিয়োগ করেছি। নৌকা ও স্পিডবোট সংগ্রহ করা হচ্ছে। সবাইকে দ্রুত উদ্ধার করে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হবে। ধৈর্য ধরুন, সবাইকে উদ্ধার করব। ভয় নেই, আমরা আপনাদের পাশে আছি। ‘পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে সিলেটে ২০০ টন চাল, ৩০ লাখ টাকা, ৮ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে। ‘তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী এবং দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী সার্বক্ষণিক এসব নিয়ে কাজ করছেন। আপনাদের ভয় নেই, আমরা আপনাদের পাশে আছি। আমাদের সব প্রশাসন কাজ করছে। আপনারা বিশ্বাস রাখতে পারেন, আওয়ামী লীগ সরকার যতদিন আছে, আপনাদের সব ধরনের সহায়তা দিয়ে যাবে।’

Comments (0)
Add Comment