স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনায় ভারত ফেরত দুই বাংলদেশি নাগরিকের কাছ থেকে মোবাইলফোন জব্দ করেছে বিজিবি সদস্যরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জয়নগর গ্রামের ভেতর থেকে ভারতীয় নতুন দুটি মোবাইলফোন জব্দ করা হয়। তবে অভিযোগ উঠেছে, বাংলদেশে প্রবেশের সময় বিজিবি চেকপোস্টে ফোন দুটি জব্দ না করলেও কাস্টমস-ইমিগ্রেশন শেষে চেকপোস্ট এলাকা ত্যাগ করার পর জয়নগর গ্রামের ভেতর থেকে তাদের ফোন আটক করা হয়। ভারত ফেরত বাংলাদেশি নারী সায়মা সুলতানা অভিযোগ করে বলেন, ভারত থেকে বৈধ উপায়ে তার ছেলেসহ দুটি মোবাইলফোন ক্রয় করি। এরপর মঙ্গলবার সকালে পাসপোর্টধারী যাত্রী হিসেবে আমরা দুজন ওই দুটি ফোন নিয়ে দর্শনা চেকপোস্টে প্রবেশ করি। চেকপোস্টে বিজিবি সদস্যরা ব্যাগ তল্লাশি করে আমাদের ছেড়ে দেয়। এরপর কাস্টমস ও ইমিগ্রেশকের কার্যক্রম শেষ করে দর্শনার দিকে রওনা হই। পথিমধ্যে জয়নগর গ্রামের মধ্যে জামাল ও সাইফুল নামে দুজন বিজিবি সদস্য আবারও আমাদের গতিরোধ করে। এসময় তারা ভারতীয় ওই ফোন নিয়ে চলে যায়। ক্রয়কৃত ফোন দুটির বৈধ কাগজপত্র দেখানোর পর বিজিবি সদস্যরা আমাদের পেটাবে বলেও হুমকি দেন। সেখান থেকে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা মোবাইল ফোন রিসিভ করেননি। পরে বাধ্য হয়েই ঢাকাতে ফিরে এসেছি। এ ব্যাপারে দর্শনা আইসিপি চেকপোস্টের ইনচার্জ নায়েক সুবেদার মোহাম্মদ জামাল বলেন, তারা মূলত অবৈধ পথে ফোন দুটি নিয়ে এসেছিলেন। চেকপোস্টে তল্লাশি করে তাদের কাছে ফোন পাওয়া যায়নি। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়নগর গ্রামের ভেতর থেকে তাদের কাছ থেকে নতুন ওই মোবাইলফোন জব্দ করা হয়। এসময় তারা এই ফোনের বিপরীতে প্রয়োজনীয় প্রমাণাদি দেখাতে পারেননি। এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের দাপ্তরিক নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোনকল রিসিভ করেননি।