মহেশপুর প্রতিনিধি: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুরে নারী ও শিশুসহ ২০জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ১২জন নারী ও ২জন শিশু। এছাড়া পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল ও ওষুধ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকদের ৬জন পুরুষ। তারা হলেন-যশোরের অভয়নগরের বর্ণি গ্রামের আজিজুর রহমানের ছেলে আসাদুল রহমান (৩১), খুলনার ডুমুরিয়া থানার হাজিভাঙ্গা গ্রামের গির্জাকান্ত রায়ের ছেলে সুশেন কুমার রায় (৪৭), পিরোজপুরের স্বরুপপুর থানার সংগীতকাঠি গ্রামের বিধান বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস (২০), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মতিনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ মিয়া (২৬) ও গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষালকান্দি গ্রামের মনোজ বিশ্বাসের ছেলে মনীষ বিশ্বাস (২৫)। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আইনগত বাধ্যবাধকতার কারণে নারী ও শিশুদের নাম পরিচয় প্রকাশ করেনি বিজিবি। বিজিবি জানিয়েছে, বাঘাডাঙ্গা বিওপির সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে ৫ জনকে আটক করা হয়। বিকেল ৬টার দিকে অপর এক অভিযানে পলিয়ানপুর বিওপির নায়েব সুবেদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ৪জনকে আটক করে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে বেনীপুর বিওপির সুবেদার মো. শরাফত আলীর নেতৃত্বে ৭জন ও কুমিল্লাপাড়া বিওপির হাবিলদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে একজন এবং কুসুমপুর বিওপির নায়েব সুবেদার মো. আবুল হাসান খানের নেতৃত্বে ৩জনকে আটক করে বিজিবি। এছাড়া সীমান্তের উথলী, মাটিলা ও জীবননগর বিওপির সদস্যরা পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ, ৪৮ বোতল ফেনসিডিল ও ২৮৯ বোতল হোমিওপ্যাথি ওষুধ উদ্ধার করে বিজিবি সদস্যরা। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটকদের মধ্যে প্রাপ্ত বয়স্ক ৬জন পুরুষ রয়েছে। মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।