কার্পাসডাঙ্গা প্রতিনিধি: বড়দিন পালন করার জন্য বন্ধুদের নিয়ে বাড়ির পথে রওনা হয়ে ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার মিশন পল্লির এক যুবকের।
জানাগেছে, গত বুধবার রাত ৮ টার দিকে কর্মস্থল টাঙ্গাইল থেকে দুদিনের ছুটিতে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা ট্রেনে এলাকার ৬-৭ জন মিলে বড়দিন পালন করার উদ্দ্যেশে জয়দেবপুর স্টেশন থেকে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে ‘চ’ বগিতে উঠে নিজ বাড়ি কার্পাসডাঙ্গায় রওনা হয় কার্পাসডাঙ্গা মিশন পল্লির সোওল নওদা ওরফে পটলের ছেলে শাওন নওদা (২৮)। বন্ধুদের সাথে ট্রেনের আসনে বসে থাকার পর আসন থেকে উঠে জয়দেবপুর ও মির্জাপুর স্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে মোবাইলফোনে কথা বলছিলেন। এ সময় ট্রেনের পাশ ঘেষা ল্যাম্পপোস্টে ধাক্কা লাগলে শাওন ট্রেন থেকে ছিটকে পড়ে যায়। পরে বন্ধুরা শাওনকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তার মোবাইল ফোনে দিলে তা বন্ধ পাওয়া যায়। পরের স্টেশনে এসে বন্ধুরা নেমে খুঁজতে থাকে শাওনকে। পরে বন্ধুদের চোঁখ পড়ে ট্রেনের দরজার পাশে বাইরের সাইডে। রক্ত দেখে সবাই ধারনা শাওন ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে। বিষয়টি শাওনের পরিবারের নিকট জানানো হলে রাতেই পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে জয়দেবপুর রেলস্টেশন পার হয়ে ট্রেন লাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়ির উদ্দেশে রওনা হয়। রাতেই শাওনের দুর্ঘটনার খবর মিশনপল্লিতে পৌঁছুলে বড়দিনের আনন্দ বেদনায় রূপ নেয়। বিকেলে শাওনের লাশ নিজ বাড়ি মিশনপল্লিতে নিয়ে আসার পরে গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষ তার বাড়িতে ভীড় জমায় তাকে একনজর দেখার জন্য। গতকাল বিকেল ৪ টার দিকে গির্জায় প্রার্থনা শেষে কার্পাসডাঙ্গা খ্রিষ্টান কবরস্থানে তার অন্ত্যেস্টিক্রিয়া সম্পন্ন করা হয়।