বিধিনিষেধ বাস্তবায়নে সমন্বয় সেল গঠন

স্টাফ রিপোর্টার: সারা দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে ১-৭ জুলাই সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সমন্বয় সেলের সদস্যরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ মোমেনা খাতুন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মিজ উম্মে সালমা তানজিয়া, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান ও সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, গঠিত সেল কোভিড-১৯ এর বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সমন্বয় ও মাঠপর্যায়ের যোগাযোগ রক্ষা করবে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

 

Comments (0)
Add Comment