বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলতে চায় : কাদের

 

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি উসকানি দিয়ে লাশ ফেলতে চায়। এখন তাদের উদ্দেশ্য হলো একটা ঘটনা ঘটানো। লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। কিন্তু তাদের এই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো উসকানি দেবে না। আমরা যা বলছি রাজনৈতিকভাবে বলছি। আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাই। আর তারা যদি তাদের ২০১৩/১৪ সালের মতো সহিংসতার অবস্থানে আসে, এখানে উদ্ভূত পরিস্থিতি যেভাবে মোকাবিলা করতে হয় তার সমুচিত জবাব আমরা দেব। রাজনীতিবিদদের ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা কম বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই ঢাকা শহরে এখন আর হেলমেট ছাড়া কোনও যাত্রী দেখি না। রাস্তায় যারা হেলমেট ছাড়া চলে তারা পলিটিকসের লোক। পলিটিকস ঠিক না হলে কিছু ঠিক হবে না। রাজনীতিবিদদের উদ্দেশে মন্ত্রী বলেন, মানুষের অসুবিধা করে রং সাইডে যাবেন, আপনি কী নেতা? কেমন রাজনীতিবিদ? আপনাদের দিয়ে জনগণের কী কাজে আসবে? তিনি বলেন, ডিসেম্বরের রাজপথের চেতনা আমরা ধারণ করি। বিজয়ের চেতনা বিএনপির নেই। কাজেই রাজপথের যে মোকাবিলা, বিএনপির এখানে চ্যালেঞ্জ করার কোনো কিছু নেই। ডিসেম্বর মাস আসুক, আমরা ক্ষমতায় আছি। আমরা হুট করে মাথা গরম করবো এটা উচিত নয়। সড়ক পরিবহন ও সেতু সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকারী সভাপতি শাজাহান খান, বিরোধীদলীয় চিফ হুইপ ও সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রওশন আরা মান্নান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও নিরাপদ সড়ক চাই-এর সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বক্তব্য রাখেন।

Comments (0)
Add Comment