স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় ভার্চ্যুয়াল আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনাসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন। এ ভার্চ্যুয়াল আলোচনাসভায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেত্ববৃন্দ। রজব আলী সুপার মার্কেট অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ, সিরাজুল ইসলাম মনি, আবু বক্কর সিদ্দিক আবু, জাহানারা পারভীন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, জেহেলা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, চিৎলা ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লব, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, মহিলা দলের নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী বেগম, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাফাতুল্লা মহলদার, ইনতাজ আলী, সহসভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বাড়াদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান তোবারক হোসেন, বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজেদ হোসেন, ঝন্টু মালিতা, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেরেগুল ইসলাম বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি টিপু, জান মোহাম্মদ, গাংনী ইউনিয়ন বিএনপির হামিদুল ইসলাম, চিৎলা ইউনিয়ন বিএনপি মহাসিন আলী, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির রফিকুল ইসলাম, নাগদাহ ইউনিয়ন বিএনপির নেতা কমল জোয়ার্দ্দার, বাবু অহিদুমুদ্দিন, আইলহাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন রশীদ, জেলা যুবদলের নেতা খাইরুল ইসলাম, খালিদ মাহমুদ মিল্টন, সরাজ হোসেন, হাফিজুর রহমান হ্যাপি, নাজমুল হক নাজমুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, আব্দুল রশীদ, তুহিন ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মেহেদী হাসান, কলেজ ছাত্রদল সদস্য সচিব সাইমুম আহমেদ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
এদিকে জেলা যুবদলের দফতর সম্পাদক মামুন-উর-রশিদ টনিক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮৫তম জন্মবার্ষিকীতে চুয়াডাঙ্গা জেলা যুবদল কুরআন খতম দোয়া ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করে। অনুষ্ঠানে দোয়া করেন মাওলানা আবু সুফিয়ান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সহসভাপতি সোহেল আহমেদ মালিক সুজন, আনিসুর রহমান আনিস, আরিফুজ্জামান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি রবিউল হক মল্লিক, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আরিফ ইসলাম আরিফ, পিনু মুন্সি, আছান শেখ, আবদার হোসেন রাজু, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান টিটু, সহ-আইন বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত ফিরোজ, ক্রীড়া সম্পাদক আহনাফ সাহারিয়া সনি, তথ্য ও গভেষণা সম্পাদক আলাউদ্দীন মিন্টু, বন ও পরিবেশ বিশেষজ্ঞ মিজানুর রহমান রানা, মৎস্য ও পশু পালন বিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম, মিজানুর রহমান, ইমদাদুল হক ইমদাদ, ইজাজুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক রাহাত হাসান মালিক রাজীব, সদস্য সচিব সাজিদুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক হাসমত আলী, রাহানুর ইসলাম কাজল, সদস্য হামিদুল, আশরাফুল ইসলাম, সেলু বিশ্বাস, নাজমুল, মশিউর, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজী, সদস্য সচিব আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন, সোলাইমান হক, সাইফুল ইসলাম জনি, সদস্য শামীম, স্বপন, হান্নান, ফুরাদ, লিংকন, রিয়াদ, হৃদয়, সেলিম আহমেদ, সুজন, জুয়েল, রজন, আলমগীর, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক এইচএম মাহাবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, তাজ আলম, সদস্য আতিয়ার হোসেন, মোমিন, সুমন, জেলা ছাত্রদলের সহসভাপতি শুভ জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, চুয়াডাঙ্গা জেলা তারেক জিয়া প্রজন্মদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব হোসেন, সহসাংগঠনিক সম্পাদক খোকন হোসেন, কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন, সহদফতর সম্পাদক রনি হুসাইন, থানা ছাত্রদলের সদস্য মেহিদী হাসান অনিক, পৌর ছাত্রদলের সদস্য আলামিন, সজিব, খোকন, রনি, সাদ্দাম, রিংকু, লিটন, বাবুল, মন্টু, কামাল, রনি প্রমুখ।
অপরদিকে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহীদ জিয়া ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে সরোজগঞ্জ বাজারে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন শহীদ জিয়া ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল। প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা। শহীদ জিয়া ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদদের ১নং সদস্য মিজানুর রহমান সোহাগের উপস্থাপনায় বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মাহবুব, শহীদ জিয়া ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক রকিব উদ্দীন ও যুগ্ম সম্পাদক সংগীত আহমেদ। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, স্কুল বিষয়ক সম্পাদক সাইমুন আহমেদ শান্ত, জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, জেলা ছাত্রদলের সদস্য শোয়েব তিতাস, সদর উপজেলা ছাত্রদলের সদস্য রাশেদ হাসান তুমিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা ফজলুল হক। অনুষ্ঠানে বক্তারা গভীর শ্রদ্ধার সাথে শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন জীবননগরে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সীমান্ত ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী শাহাজাহান কবীর, বিএনপি নেতা উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু, সাবেক কাউন্সিলর আব্দুর রশিদ, সাবেক কাউন্সিলর কাজী নাসির ইকবাল ঠা-ু, তাজুল ইসলাম, দ্দোজাউদ্দিন, কামরুল ইসলাম, মনির হোসেন, জাকির আহাম্মদ শামীম, ইকতাজুল ইসলাম, মুঞ্জিল শেখ, আলীহিম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম-আহ্বায়ক গোলাম রব্বানী, রুবেল হোসেন, আলামিন, সদস্য সচিব মোকছেদুর রহমান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ইজাজ আহাম্মদ তন্ময়, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাসুদ, কামরুজ্জামান জয়, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম ও শহীদ আফ্রিদি।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ জেলা বিএনপি ও অংগ-সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে মাসুদ অরুন বলেন, শহীদ জিয়ার স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অবরুদ্ধ গণতন্ত্র পূনরুদ্ধারের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।