বিএনপিকে ১০ ডিসেম্বর রাজপথ দখল করতে দেবে না আ.লীগ

 

স্টাফ রিপোর্টার: বিএনপির যেকোনো আন্দোলন আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। গতকাল শুক্রবার দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটরিয়ামে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক বর্ধিত সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এতে ঢাকা জেলা আওয়ামী লীগের অন্তর্গত সাভার, আশুলিয়া, ধামরাই, দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মির্জা আজম এ সময় বলেন, বিএনপিকে আগামী ১০ ডিসেম্বর রাজপথ দখল করতে দেয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোনো আন্দোলন মোকাবিলা করবে। বর্ধিত সভায় আগামী ১০ ডিসেম্বর সাভারে আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হবে বলে জানানো হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ নেতারা উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment