বাবা-ছেলেসহ সড়কে ঝরলো ১৭ প্রাণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে প্রাণ গেছে বাবা-ছেলের। ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। জয়পুরহাট সদরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে দু’জনের। ঢাকার সাভার, পাবনার ঈশ্বরদী, সুনামগঞ্জের জগন্নাথপুর, দিনাজপুরের ফুলবাড়ী, মাগুরা, সুনামগঞ্জ সদর, ফরিদপুরের মধুখালী, চট্টগ্রামের ফটিকছড়ি এবং নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় একজন করে নিহত হয়েছেন। মোটরসাইকেলের ধাক্কায় আহত জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তফা বাবুল মারা গেছেন। মুন্সীগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশা ও বালুবাহী ট্রলির সংঘর্ষে নিহতরা হলেন দাদন সরকার (৩২) ও তার ছেলে হোসাইন সরকার (৮)। এ দুর্ঘটনায় চারজন আহত হন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীরহাট-চিতলীয় সড়কের সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরকিশার যাত্রী ছিলেন। দাদন সরকার সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে দাদনের স্ত্রী কুলসুম আক্তার রয়েছেন। স্থানীয়রা জানান, আধারা ইউনিয়নের চিতলীয় বাজার থেকে অটোরিকশায় শহরে আসছিলেন পাঁচ যাত্রী। পথে চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামের জুনিয়র হাইস্কুলের সামনে বিপরীতমুখো বালুবাহী ট্রলির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দাদন ও হোসাইন। ময়মনসিংহের তারাকান্দার কাশিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। তারা হলেন নেত্রকোনা সদরের লাকি আক্তার (৩০), তার ফুপাতো বোন সাকি আক্তার (২২) ও অটোরিকশাচালক মোস্তাকিম আহমেদ (৩৫)। লাকির মামাতো ভাই মোস্তাকিম। লাকি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে স্বজনদের নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তার তিন বছরের মেয়ে হুমায়রা আক্তারের অবস্থা সংকটাপন্ন। জয়পুরহাট সদরের দুর্গাদহ বাজার এলাকায় গতকাল দুপুরে দ্ইু মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। তারা হলেন ছাওয়ালপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে জনি হোসেন (৩২) ও নওগাঁর বদলগাছি উপজেলার রসুলপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে ছামিউল ইসলাম (২৭)। পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এক শ্রমিকের। তার নাম সজীব হোসেন (২২)। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মুচিপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। সুনামগঞ্জের জগন্নাথপুরে সোমবার পিকআপ চাপায় ইয়ামিন আহমদ (৪) নামের এক শিশুর প্রাণ গেছে। মাগুরা সদরের ধলহরা এলাকায় সোমবার বাসের ধাক্কায় নিহত হন ভ্যানচালক আরজ আলী (৪৫)। ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান কাভার্ডভ্যানের চালক। তার নাম সোহেল রানা (৪৫)। শরীয়তপুরের সদর উপজেলায় দুলাভাইকে দেখতে এসে বালুবোঝাই ট্রলির ধাক্কায় নিহত হন আমল হাওলাদার (২০) নামে এক কলেজ শিক্ষার্থী। সুনামগঞ্জ সদরের ওয়েজখালীতে সোমবার সকালে লরি-মোটরসাইকেল সংঘর্ষে মো. মইনুদ্দিন (৪০) নামে এক মাদরাসা সুপারের প্রাণ গেছে। ফরিদপুরের মধুখালীতে রোববার রাতে অটোভ্যানের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে পাটকল শ্রমিক তারেক ম-ল (২৫) নিহত হন। চট্টগ্রামের ফটিকছড়িতে বেপরোয়া চাঁদের গাড়ির চাপায় প্রাণ গেছে স্কুলছাত্রী তাইরিন তাবাসসুম তোহার (৯)। নওগাঁর পোরশা উপজেলায় পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আইয়ুব আলী (৩৪)। দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিস্ট হয়ে মারা গেছেন ভ্যানযাত্রী শাখাওয়াত হোসেন (৫৫)। সড়ক দুর্ঘটনায় আহত জামালপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা বাবুল রাজধানীর একটি হাসপাতালে রোববার রাতে মারা গেছেন। গত ৪ নভেম্বর সরিষাবাড়ী যান তিনি। সরিষাবাড়ী রেলস্টেশন থেকে ইজিবাইকে চাপারকোনা যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পান এবং তার কোমরের হাড় ভেঙে যায়।