প্রধানমন্ত্রী বরাবর বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের স্মারকলিপি পেশ

ন্যূনতম বেতন ১১তম গ্রেড করা ও উচ্চতর প্রশিক্ষণসহ ৫ দফা দাবি

স্টাফ রিপোর্টার: তৃতীয় শ্রেণির কর্মচারীদের ন্যূনতম গ্রেড ১১তম করাসহ ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করেন। মেহেরপুরেও অভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশকালে সংগঠনের চুয়াডাঙ্গা শাখার আহ্বায়ক মো. আবু জাফর, সদস্য সচিব মো. হাসিবুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি মো. মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা শাখা সভাপতি মো. আরেজুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক সরোয়ার, জীবননগর উপজেলা সভাপতি এসএম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদসহ জেলার প্রায় সকল বিদ্যালয়ের অফিস সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পেশকৃত স্মারকলিপিতে ৫ দফা দাবির মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণির কর্মচারীদের ন্যূনতম বেতন স্কেল ১১ তম করতে হবে এবং শিক্ষার্থী অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সুপার করতে হবে এবং পেশাগত উন্নয়নের কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকরিবিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি বা গর্ভানিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।
মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী নেতৃবৃন্দ। এ সময় সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, মেহেরপুর সদর জেলা সভাপতি আব্দুল হাই, গাংনী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মামুন রেজা, উপদেষ্টা মোজাম্মেল হক, আতিয়ার রহমান প্রমুখ। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান স্মারকলিপি গ্রহণ করেন, একই সাথে জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

Comments (0)
Add Comment