পৌর কাউন্সিলরদের অপসারণ প্রশ্নে রুল হাইকোর্টের

স্টাফ রিপোর্টার: সরকার পতনের পর দেশের সব পৌরসভায় নির্বাচিত কাউন্সিলরদের অপসারণের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে পৌরসভার কাউন্সিলরদের অপসারন কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাসেদজ্জামান রাজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রীপরিষদ সচিব, স্থানীয় সরকার সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন পক্ষে আইনজীবী এ এস এম সায়েম ভূইয়া ও আইনজীবী শামীম আহমেদ মেহেদী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. গোলাম রহমান ভূইয়া ও শামীমা সুলতানা দিপ্তি, সহকারী অ্যাটর্নি জেনারেল এআই ফয়সাল সিদ্দিক, কামরুল ইসলাম ও মো. এমদাদুল হানিফ।