স্টাফ রিপোর্টার: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গ্রেফতার আট নেতা-কর্মীর মুক্তি, মামলা প্রত্যাহার ও কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড- হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের ৩নম্বর গেটসংলগ্ন বিদ্যুত অফিসের সামনে গতকাল দুপুরে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের ঘেরাও কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। পরে পুলিশি বাধার মুখে নেতা-কর্মীরা সেখানেই সমাবেশ করেন। এতে সচিবালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১টায় সমাবেশ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সংগঠনটির নেতা-কর্মীরা বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এসে জড়ো হন। সমাবেশে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে।
সমবেতদের উদ্দেশে বক্তারা বলেন- আপনারা দেখবেন, কারাগারে লেখা থাকে- রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ। প্রশাসনের উদ্দেশে তারা বলেন- আপনারা কী আলোর পথ দেখালেন মুশতাককে?
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ইকবাল কবীর, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (গণসংহতি আন্দোলন) সভাপতি গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি আরিফ মঈনুদ্দীন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার নেতা তাসিন মল্লিক প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা আরও বলেন- গত শুক্রবার সন্ধ্যায় আমাদের একটি শান্তিপূর্ণ মশাল মিছিল ছিল। সেই মশাল মিছিলে পুলিশ হামলা করেছে। আবার পুলিশ সংবাদ সম্মেলন করে বলে, আমাদের ছেলেরা নাকি তাদের আহত করেছে। বক্তারা ডিজিটাল নিরাপত্তার নামে করা আইন বাতিল ও গ্রেফতার সাত ছাত্রনেতা ও এক শ্রমিকনেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন। সমাবেশস্থলে ডিএমপির রমনা বিভাগের এডিসি হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে এসেছিল। এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনো ব্যারিকেড ছিলো না। আমাদের অনুরোধ রেখে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করায় তাদের ধন্যবাদ।