চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় স্বস্তি : প্রশংসায় ভাসছেন ওসি আবু জিহাদসহ থানা পুলিশ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গা গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘ ৫০ বছরের বিরোধ নিষ্পত্তি করেছে পুলিশ। সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খানের প্রচেষ্টায় গতকাল এ বিরোধের নিষ্পত্তি হয়। মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের খালপাড়ায় পারিবারিক রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘ ৫০ বছর ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। দু’পক্ষেরই রয়েছে অর্ধশতাধিক মামলাও। দীর্ঘদিনের দ্বন্দের অবসানে স্বস্তি ফিরেছে গ্রামবাসীর মধ্যে। এলাকাবাসীর ভূয়সী প্রশংসায় ভাসছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খানসহ থানা পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের খালপাড়াপাড়ার মৃত হোসেন আলীর ছেলে আহসান এবং মৃত ফকির চাঁদের ছেলে জেহের আলীর মধ্যে পারিবারিক রাস্তা নিয়ে প্রায় ৫০ বছর ধরে দ্বন্দ চলছিলো। এ নিয়ে সংঘর্ষ লেগেই থাকতো। একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত এবং বেশ কয়েকজন করেছেন পঙ্গুত্ব বরণ। দু’পক্ষের সংর্ঘের ঘটনায় অর্ধশতাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার আওতাধীন সরিষাডাঙ্গার এ বিরোধের বিষয়টি নজরে নেন থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান। চিহ্নিত এ সমস্যার নিরসনের লক্ষ্যে এসআই ভবতোষ রায়, এসআই সুমন সরকার, এসআই লিয়াকত আলীর সমন্বয়ে একটি টিম তৈরি করেন তিনি। দু’পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষের জেরে দায়েরকৃত দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলো পর্যালোচনা শুরু করে ওই টিম। স্থানীয় চেয়ারম্যানসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয়পক্ষের শুনানি শেষে কার্যকর ও নির্ভরযোগ্য বেশকিছু পয়েন্ট পর্যালোচনা করে সমাধানের পথ বের করা হয়। দু’পক্ষেরই জমি নিয়ে ৯ ফিট রাস্তা তৈরির সিদ্ধান্ত নেয়া হয়। উপস্থিত সকল পক্ষই নির্বিঘেœ তা মেনে নেন। ফলে নিরসন হয় দীর্ঘদিনের বিবাদ।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, দু’পক্ষের সম্মতিতে সাড়ে ৪ ফিট করে জমি নিয়ে সেখানে ৯ ফিট রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখান দিয়ে দুই পরিবারসহ গ্রামের কৃষকরা মাঠে যাতায়াত করতে পারবেন। উপস্থিত সকলেই এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন। একইসাথে উভয়পক্ষ নিজ নিজ খরচে তাদের দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নেয়ার সম্মতি প্রকাশ করেন। দু’পক্ষের দীর্ঘদিনের চলমান বিরোধের অবসান ঘটায় বর্তমানে এলাকায় শান্তির সুবাতাস বইছে।