স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান আজ চুয়াডাঙ্গায় আসছেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জীবননগর উপজেলার ৬ ইউপি নির্বাচনের কেন্দ্রসমূহ পরিদর্শন করবেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সুষ্ঠু নির্বিঘেœ শান্তিপূর্ণ পরিবেশে ভোটারা ভোট দিতে পারেই সেই লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে কমিশন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান আজ বুধবার বিকেলে সাড়ে ৫টায় হযরত শাহাজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে যশোরে পৌঁছুবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় যশোর থেকে রওনা হয়ে রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গায় পৌছাবেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে জীবননগর উপজেলার বিভিন্ন ভোটগ্রহণ পরিদর্শন করবেন। বেলা দেড়টায় মধ্যাহ্নভোজের পর বেলা ৩টায় যশোরের উদ্দেশে রওনা দেবেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।