নওগাঁর সাপাহার সীমান্তে সিরাজুল ইসলাম নামের বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে বি এস এফ

স্টাফ রিপোর্টার: স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ৮ – ১০ জনের এক দল গরু ব্যবসায়ী আদাতলা বিজিবি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। বুধবার ভোরে দিকে আদাতলা বিজিবি’র আওতায় ৪৪/১ এস পিলার এলাকা দিয়ে তারা গরু নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এমন সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করে। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন। সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন জানান, সিরাজুল ইসলামের সঙ্গে যারা গরু আনতে গিয়েছিলেন তারা ফিরে এসেছেন। তবে তার স্বামী এখনও ফিরেন নি। সিরাজুলের সঙ্গে থাকা লোকজন ফিরে এসে আটকের বিষয়টি জানিয়েছে। এই বিষয়ে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাদিকুর রহমান গণমাধ্যমকে জানান, আটক যুবককে ফেরতের ব্যাপারে প্রক্রিয়া চলছে।