দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম বিশ্বাসপাড়া গ্রামে ঢাকা থেকে এক করোনা পজিটিভ রোগী বাড়ি আসায় তার স্ত্রী ও সন্তান বাড়ি ছেড়ে চলে গেছে।
স্থানীয়রা জানায়, ঐ গ্রামের আনারুল ইসলাম পবন নামের এক ব্যাক্তি রাজধানী ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকুরী করত। সম্প্রতি সে করোনা পজিটিভ হওয়ায় সংশ্লিষ্ট সিকিউরিটি কোম্পানী তাকে ছুটি দিয়ে বাসায় থাকতে বলে। কিন্ত পবন বাসায় না থেকে শনিবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি গোয়ালগ্রাম বিশ্বাস পাড়ায় চলে আসে। সে করোনা পজিটিভ হওয়ায় ভয়ে তার স্ত্রী ও সন্তান বাড়ি ছেড়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে।
এ ব্যাপারে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন জানান, খবর পাবার পর তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং এ ব্যাপারে ঐ বাড়িটি লকডাউন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।