দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: দেশে প্রায় সাত মাসের মাথায় করোনায় দৈনিক মৃত্যু ১২ জনে নেমেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাবে নতুন শনাক্ত হয়েছে ৬৬৩ জন এবং সুস্থ হয়েছে ৬৬৪ জন। এর আগে গত ১৩ মার্চ মৃত্যু ছিলো ১২ জনের। মাঝের দিনগুলোতে মৃত্যুসংখ্যা ছিলো এর ওপরে। এদিকে দৈনিক শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে ২ দশমিক ৯৭ শতাংশে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। ওই তথ্য থেকে জানা যায়, এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন। এর মধ্যে মারা গেছে ২৭ হাজার ৬৪৭ জন এবং সুস্থ হয়েছে ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে ৬জন পুরুষ ও ৬জন নারী। যাদের বয়স ২১ থেকে ৩০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের দুজন, ৬১ থেকে ৭০ বছরের পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের একজন রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন এবং খুলনা বিভাগের দুজন রয়েছেন। এদিকে দেশে গড় দৈনিক শনাক্তের হার ৩ শতাংশের নিচে থাকলেও ঢাকার কাছের কয়েকটি জেলায় ওই হার ফের বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৪২ শতাংশ গাজীপুরে, ৯ দশমিক ১৬ শতাংশ নরসিংদীতে, ৫ দশমিক ৪ শতাংশ মুন্সীগঞ্জে এবং ৯ দশমিক ৫ শতাংশ শরীয়তপুরে।

Comments (0)
Add Comment