স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লো। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ২২৫ টাকা। সোমবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮৩ হাজার ২৮১ টাকা। যা রোববার পর্যন্ত ছিলো ৮২ হাজার ৫৬ টাকা। রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ ঘোষণা দেয়। নতুন দর কার্যকর হবে সোমবার থেকে। বাজুসের ঘোষণা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের অলংকার সোমবার থেকে কিনতে ৮৩ হাজার ২৮১ টাকা দরে। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৭৯ হাজার ৪৯০ টাকা ও ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৮ হাজার ১১৮ টাকা। আর হলমার্ক ছাড়া সনাতনী স্বর্ণ প্রতি ভরির দাম পড়বে ৫৬ হাজার ২২০ টাকা। এর আগে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিলো ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেট ৭৮ হাজার ৩২৩ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিলো ৬৭ হাজার ১২৬ টাকা। রোববার পর্যন্ত সনাতনী স্বর্ণ প্রতি ভরির দাম ছিলো ৫৫ হাজার ২৮৭ টাকায়। এর আগে ১৮ আগস্ট স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। দুই দিনের ব্যবধানে পণ্যটির দাম বাড়ানোর কথা জানালো জুয়েলার্স সমিতি। রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ২২৫ টাকা এবং সনাতনী প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত থাকছে বলে জানিয়েছে বাজুস।