স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরাণপুর গ্রামের রিফিউজি কলোনি ও ৭ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত লকডাউনের ঘোষণা সংবলিত ‘বিশেষ বিজ্ঞপ্তি’ গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে তার ফেসবুক পেজে আপলোড করেছেন। একই বিজ্ঞপ্তি বিকেল ৩টা ৯ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল মেসেঞ্জার গ্রুপে প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসক গত বুধবার এ বিশেষ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯-এর সংক্রমণ রোধে জনসমাগম এবং সম্ভাব্য বিস্তার ঠেকাতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। জেলার করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত গত ১৫ জুন অনুষ্ঠিত পর্যালোচনাসভার সিদ্ধান্ত মোতাবেক এবং সিভিল সার্জন কার্যালয়ের অনুরোধক্রমে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরাণপুর গ্রামের রিফিউজি কলোনি ও ৭ নম্বর ওয়ার্ডের থানাপাড়াকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৭ জুন বিকেল ৫টা থেকে রিফিউজি কলোনি ও থানাপাড়া লকডাউন ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লকডাউন চলাকালে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ওই এলাকার মানুষের চলাচল-জীবনযাত্রাসহ সার্বিক বিষয় স্থানীয় কমিটি কর্তৃক কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং স্বাস্থ্য অধিদফতরের ১৫ জুন তারিখের বিধিনিষেধ সফলভাবে বাস্তবায়ন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।