মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ৩ দিনের সফরে মেহেরপুর আসছেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আজ শুক্রবার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। আগামীকাল শনিবার মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেবেন। পরদিন রোববার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। একই দিন দুপুরে গাংনীতে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদান করবেন এবং সোমবার ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।