স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। ‘সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে’ ও ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’-এ প্রতিপাদ্যকে সামনে র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া ও তথ্য জানা একজন মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে সচেতন করে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছুতে সহায়তা করে। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ প্রণয়ন করা হয়েছে। এতে জবাবদিহিতার পাশাপাশি দুর্নীতিমুক্ত হচ্ছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তাই বিধি মোতাবেক আবেদনক্রমে এসব তথ্য জানা যাবে ২০ কার্যদিবসের মধ্যে।
চুয়াডাঙ্গায় দিবসটি উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় বেলুন উড়িয়ে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ প্রচারাভিযান ও দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনলাইন ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনলাইন ভার্চুয়াল সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। জেলা প্রশানের সহকারী কমিশনার সুরাইয়া মমতাজের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। এছাড়া আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল আলোচনাসভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিববৃন্দ ও সাংবাদিকরা যোগ দেন।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা উপজেলায় আর্šÍজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহি উদ্দীন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ভার্চুয়াল সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়ালসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার ফরহাদুর রেজা, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু ও সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম প্রমুখ।
মেহেরপুর অফিফস জানিয়েছে, মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকালে জুমের মাধ্যমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কক্ষ থেকে জুমের মাধ্যমে কথা বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল কলেজের অধ্যক্ষ শফিউল আলম সরদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শাহিদুর রহমান প্রমুখ। এদিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রচারণা চালানো হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত দিবস পালনের আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজ। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, গাংনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুব আলম ও সাংবাদিক রফিকুল আলম বকুল প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগরে এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে¡ একটি র্যালি বের হয়। উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীর অংশ গ্রহণে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জুলফিকার আলী, মহিলা বিষয়ক অফিসার সাইফুল ইসলাম, মৎস্য অফিসার আলমগীর হোসেন, কৃষি অফিসার আবু হাসান প্রমুখ।
হরিণাকু-ু প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সভাপত্বিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন হরিণাকু-ু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, থানা ভারপ্রপ্ত কর্মকতা আব্দুর রহিম মোল্লা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলার সকল দফতরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।