স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বাংলাদেশি ১৯ জেলেকে ৪টি ট্রলারসহ ধরে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর ও নাইক্ষ্যংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের বরাতে শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার বলেন, মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের ১০ জেলেকে নাফনদীর ঘোলারচর এলাকা থেকে আরাকান আর্মি ট্রলারসহ আটক করে নিয়ে গেছে। তবে নির্দিষ্টভাবে জানা যায়নি কোন সীমান্তের অংশ থেকে জেলেদের ধরে নিয়ে গেলো। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জানতে পেরেছি আরাকান আর্মি নাফনদীর দু’টি পয়েন্ট দিয়ে ১৯ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছেন। তাদের ফেরত আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।