ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মশিউর রহমান (৪৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মশিউর রহমান মাগুরা জেলার মকছেদ আলীর ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার তত্ত্বিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া। তিনি জানান, উপজেলার তত্ত্বিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকাবস্থায় করোনার উপসর্গ দেখা দেয় মশিউরের। এর পর গত ১৮ জুন নমুনা পরীক্ষায় পজিটিভ আসে।
ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। এদিকে ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন। নতুন করে শনাক্ত হয়েছে ৯৫ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৪৯১ জনে। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৫ জনের মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদরে ৪৩, শৈলকুপায় ১৯, হরিণাকুণ্ডুতে সাত, কালীগঞ্জে ১৬, কোটচাঁদপুরে এক ও মহেশপুরে নয়জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৪৬ দশমিক ৩৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত চারজনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭০ জনে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন দুই হাজার ৮৭৬ জন।